
মোশাররফ করিমের সিনেমার নাম ‘গু কাকু’, সঙ্গে ঋত্বিক
২১ জানুয়ারি ২০২২, ০৩:১৭ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পিএম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ‘ডিকশনারি’ নামের একটি সিনেমার মাধ্যমে কলকাতায় অভিষেক হয়েছে তার। সেই সিনেমায় অভিনয় করে সিনেমাবোদ্ধাদের কাছে পেয়েছেন ভূয়সী প্রশংসা। সেই ধারাবাহিকতায় নতুন আরেকটি কলকাতার সিনেমায় যুক্ত হলেন মোশাররফ করিম। এর নাম ‘গু কাকু, দ্য পটি আঙ্কেল’।
নাম শুনে খটকা লাগলেও সিনেমাটি দেখার মাধ্যমেই সব জল্পনা কল্পনার অবসান ঘটবে বলে জানা গেছে। এটি নির্মাণ করছেন মণীশ বসু। এতে মোশাররফ করিমের সঙ্গে দেখা যাবে কলকাতার শক্তিমান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীকে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘গু কাকু’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে ফেব্রুয়ারি থেকে। এর বিভিন্ন চরিত্রে আরও থাকছেন শান্তিলাল মুখোপাধ্যায়, তনশ্রী চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অপরাজিতা ঘোষ, মিশকা হালিম প্রমুখ।
‘গু কাকু’র প্রেক্ষাপট নব্বই দশকের একটি মফস্বল অঞ্চলের। পরিচালক মণীশ বসুর কথায়, ‘একজন ব্রাত্য, প্রান্তিক মানুষ কীভাবে একটি গোটা জনগোষ্ঠীর জীবনকে তীব্রভাবে প্রভাবিত করে এবং শেষমেশ সেই অঞ্চলের অধিবাসীদের জন্য হ্যামলিনের বাঁশিওয়ালা হয়ে উঠে, সে গল্পই উঠে আসবে এই ছবিতে।’
এদিকে বর্তমানে মোশাররফ করিম সরকারি অনুদানের ‘বিলডাকিনী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তার সঙ্গী হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্র।
এএম/এসএ/

অবাধ-নিরপেক্ষ নির্বাচনের চ্যালেঞ্জ নিতে চাই: সিইসি
০১ অক্টোবর ২০২৩, ১২:০৮ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১২:২১ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে যে সংকট রয়েছে সেটা আস্থার সংকট। অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের (সংসদ নির্বাচন) চ্যালেঞ্জ নিতে চাই।
রোববার (০১ অক্টোবর) নির্বাচিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দুই দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন ৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ৫০ জন নির্বাচন কর্মকর্তা।
সিইসি বলেন, আমরা আগামীতে যে নির্বাচন করতে যাবো সেখানে যেন আস্থার সংকট না থাকে। আমরা যারা নির্বাচন পরিচালনা করবো, নির্বাচন কর্মকর্তা থেকে শুরু করে আপনারা যারা আছেন আরপিও অনুযায়ী দায়িত্বটা ভালোভাবে নেবেন। যে প্রশিক্ষণ দেওয়া হবে সেই বক্তব্যগুলো মনোনিবেশ সহকারে শ্রবণ ও বোঝার চেষ্টা করবেন। জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। কোনো প্রশ্নের উদ্রেগ হলে কথা বলে নিশ্চিত হয়ে নেবেন। দায়িত্বটা কঠোরভাবে প্রতিপালন করতে হবে। ইসি থেকেও কঠোরভাবে পর্যবেক্ষণ করবো। জানার চেষ্টা করবো কে কোথায় কী দায়িত্ব পালন করছেন। আমরা সে তথ্য সংগ্রহ করার চেষ্টা করবো।
কাজী হাবিবুল আউয়াল বলেন, বাংলাদেশ একটি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র অর্থ প্রজারা তাদের প্রতিনিধির মাধ্যমে শাসন করেন। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। নির্বাচন নিয়ে বিভিন্ন তর্ক ও বিতর্ক হতে পারে। অতীতেও যে হয়নি তা নয়। অতীতেও হয়েছে। আমরা যদি ৫০, ৬০, ৭০ বছরের ইতিহাসও ঘাটি, ব্রিটিশ আমলে যে নির্বাচন হয়েছে তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে... তবে মাত্রাটা কিছু কম ছিল।
তিনি আরও বলেন, আমরা বর্তমানে যে নির্বাচনটা করতে চাচ্ছি সেটার একটা বিশেষ দিক হচ্ছে অভিযোগ বা বিতর্কের মাত্রাটা অতিরিক্ত। ২০১৪ এবং ২০১৮ সালের চাপটা এসে আমাদের ওপর পড়েছে। কাজেই আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। তবে এগুলো সত্য হতে পারে। আবার মিথ্যাও হতে পারে, সেদিকে যাচ্ছি না।
সিইসি বলেন, ক্রেডিবল বলে একটা শব্দ আছে। সব দেশের আইনেও আছে এটা। আন্তর্জাতিক ক্ষেত্রেও বলা হয় নির্বাচন ক্রেডিবল হতে হবে। ক্রেডিবল তখনই হবে যখন আমরা আমাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে স্বচ্ছতা আনতে পারি।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির কারণে মিডিয়ার কর্মীরা তাৎক্ষণিক প্রচার করতে পারে। ফ্রি, ফেয়ার একটা কথা বলা হয়। বাজারে যে কথা আছে। আমাদের ওপর, সরকারের ওপর আস্থা নেই। নির্বাচন নিরপেক্ষ হয় না। আমরা এই চ্যালেঞ্জ নিতে চাই, আগামীর নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে, একইসঙ্গে স্বচ্ছ হবে। স্বচ্ছতাটা আমরা দেখতে চাইবো মিডিয়া এবং পর্যবেক্ষণের মাধ্যমে।
কর্মশালায় অন্যদের মধ্যে ইসি সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
বিষয় : সিইসি , জাতীয়-নির্বাচন , সংসদ-নির্বাচন , সুষ্ঠ-নির্বাচন , জাতীয়-সংসদ-নির্বাচন , নির্বাচন-কমিশন , নির্বাচন

দেশের বাজারে সোনার দাম কমেছে
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১২:২০ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। ভরিতে স্বর্ণের দাম এক হাজার ৭৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৮ হাজার ১৭৭ টাকা।
রোববার নতুন এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। রোববার ( ১ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

অনলাইন জুয়া পরিচালনাকারী চক্রের হোতা বিদেশে পালানোর সময় গ্রেপ্তার
৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১২:১৮ পিএম

বিদেশে পালানোর সময় অনলাইন প্লাটফর্ম মেল বেট, ওয়ানএক্স বেট ও বেট উনার নামের বেটিং সাইটগুলোর জুয়া পরিচালনাকারী চক্রের হোতা মো. মতিউর রহমানকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নেপালে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, গত ৩১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর, বনশ্রী, আগারগাঁও ও সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্লাটফর্ম মেল বেট, ওয়ানএক্স বেট ও বেট উনার নামের বেটিং সাইটগুলোর জুয়া পরিচালনাকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি। এ সংক্রান্তে ডিএমপির পল্টন মডেল থানায় একটি মামলাও করা হয়। সেই চক্রের হোতা মতিউর রহমান।
মতিউরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, মতিউর ২০১৭ সালে পড়াশোনা করার জন্য রাশিয়ায় যায়। সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করে বর্তমানে সোস্যাল ওয়ার্কে মাস্টার্স করছে। সে ২০২১ সালে ওয়ানএক্স বেট ও বেটউইনারের সঙ্গে যুক্ত হয়। সে ৫ হাজার ডলার সিকিউরিটি মানি দিয়ে ওয়ানএক্স বেট এবং ৩ হাজার ডলার সিকিউরিটি মানি দিয়ে বেটউইনার এর এজেন্টশিপ গ্রহণ করে।
বাংলাদেশে জুয়ার সাইট পরিচালনার দায়ে আগে গ্রেপ্তার ৬ জনের সহায়তায় একটি চক্র গড়ে তুলে মতিউর। চক্রের সদস্যদের মধ্যে সৈকত রানা, সাদিকুলসহ আরও কয়েকজন তাদের এম এফ এস এজেন্ট নম্বরগুলো ব্যবহার করে টাকা লেনদেন করতো।
পরবর্তীতে সকল এজেন্টদের কাছ থেকে সংগ্রহ করা টাকা সৈকত ও মতিউর যৌথভাবে পাঠিয়ে দিত। এভাবে তারা প্রতিমাসে বিপুল পরিমান টাকা হুন্ডি করে দেশের বাইরে পাচার করেছে।
গ্রেপ্তার মতিউর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান সিআইডির এ কর্মকর্তা।